জেলা প্রাণিসম্পদ দপ্তর, কৃষি উৎপাদনের চালিকা শক্তি গবাদিপশু জমি চাষ, শষ্য মাড়াই, গ্রামীন পরিবহন, প্রাণীজ আমিষ তথা দুধ, মাংস, ডিম উৎপাদনসহ জাতীয় অর্থনীতিতে বিশেষ ভুমিকা পালন করে আসছে। এছাড়াও বর্তমানে বেকার যুবক, ভূমিহীন, ক্ষুদ্র, প্রাণ্তিক চাষী, দুস্থ্য দরিদ্র মহিলাদের স্ব-কর্মসংস্থানের এবং লাভজনক আয়ের উৎসরূপে এ সম্পদ বিশেষ অবদান রাখাছে।
ব্রাহ্মণবাড়িয়া বিরাশার বাসষ্টেন্ড থেকে পূব’দিকে প্রায় ১ কি.মি সামনে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠের পূব’পাশে (পশ্চিম পাইকপাড়া) জেলা প্রাণিসম্পদ অফিস অবস্থিত। অফিসটির উত্তর পাশে জেলা প্রাণি হাসপাতাল এবং দক্ষিণ পাশে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর অবস্থিত। অফিসটি মোট ০.৭৯ একর জায়গার উপর অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS